ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

নিজ ঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

আশুলিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১ , ০৯:০২ এএম


loading/img
ফাইল ছবি

রাজধানীর আশুলিয়া নরসিংহপুরের ভাড়া বাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

বুধবার (৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে মরদেহ উদ্ধার হয়।

নিহত মারুফা বেগম পিরোজপুর জেলার বাসিন্দা। স্বামী আল আমিন কুয়েত প্রবাসী। চার বছরের সন্তান নিয়ে তিনি নরসিংহপুরের একটি বাড়িতে ভাড়া থাকতেন। কাজ করতেন একটি পোশাক কারখানায়।

বিজ্ঞাপন

নিহতের ছেলের বরাতে তার মামী আসমা বেগম বলেন, মারুফার (চাচাতো) দেবর প্রতিদিন দুপুরে তার বাসায় খেতে আসতেন। বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে তার সঙ্গে মারুফার ঝগড়া হয়। এক পর্যায়ে গলা টিপে তাকে হত্যা করে দেবর। তারপর বাইরে থেকে দরজা বন্ধ করে চলে যায়। ছেলের চিৎকারে আশপাশের লোকজন দরজা খুলে মারুফাকে মৃত অবস্থায় দেখে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হাসিব সিকদার বলেন, এ খবরে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ধারণা শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

জিএম/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |