ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

‘মুরাদের বিরুদ্ধে অ্যাকশন’

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১ , ০৫:২৬ পিএম


loading/img
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক কঠিন কাজ কঠিনভাবে করেন। আপনারা লক্ষ্য করেছেন একজন প্রতিমন্ত্রী অন্যায় করেছিল, যার কারণে দেশের মানুষ প্রতিবাদ করেছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে নানাভাবে তার সমালোচনা করেছিলেন। সেইগুলো দেখার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী তাকে কোনো সুযোগ দেননি। সঙ্গে সঙ্গে অ্যাকশনে নিয়েছেন, দেশের মানুষ সাক্ষী। 

বিজ্ঞাপন

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, সদ্য পদত্যাগকারী তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসনের প্রতি ইঙ্গিত করে মন্ত্রী আরও বলেন, কিছু অ্যাকশন আছে প্রধানমন্ত্রী চাইলেও নিতে পারবেন না। তিনি সাংসদ থেকে চাইলেও বাদ দিতে পারবেন না। কারণ, তিনি আইন দ্বারা নির্বাচিত সাংসদ। সেখানেও আইন আছে। আর সেই আইনের মাধ্যমে তার বিরুদ্ধে অব্যশই ব্যবস্থা নেওয়া হবে। সংসদ তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে।

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, সৃষ্টিকর্তার খেলায় মানবশিশুরা প্রতিবন্ধী হিসেবে জন্মগ্রহণ করেন। এসব শিশুদের জন্য জন্মদানের পর থেকেই মায়েরা সবচেয়ে বেশি কষ্ট করেন। তবে বর্তমান সরকার প্রতিবন্ধীদের সুযোগ-সুবিধা নিশ্চিতকরণে বদ্ধ পরিকর। প্রতিটি উপজেলায় একটি করে প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করা আমরা সমর্থন করি। রাষ্ট্রের কাজ হলো মানুষের নিরপত্তা, ন্যায় বিচার, শিক্ষা নিশ্চিত করা। 

বিজ্ঞাপন

আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, বেগম খালেদা জিয়ার বিদেশে গিয়ে চিকিৎসার বিষয়টি আইনের আওতাধীন। কারণ প্রধানমন্ত্রী চাইলে বা ইচ্ছে করলেই এই বিষয়ে কিছু করতে পারবেন না।

আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের নুরুল হক ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

আলোচনা সভার আগে সুনামগঞ্জ শহরের পুরাতন জেলরোডে সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের নুরুল হক ভবনের উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

বিজ্ঞাপন

এমআই/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |