রাজশাহী গোদাগাড়ী মাটিকাটা ৬ নং ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানাকে নারীসহ আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ উঠেছে।
গত বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে রাজশাহী থিম ওমর প্লাজার একটি ফ্ল্যাট থেকে তাদের আটক করে পুলিশ।
কিন্তু সোহেল রানা আটকের দশ মিনিটের মাথায় পুলিশ ও থিম ওমর প্লাজার কর্তৃপক্ষের চোখকে ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে যায় সেখান থেকে। এরপর থেকে তার কোনো হদিস মেলেনি। এরপর ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।
থিম ওমর প্লাজা এডমিন অফিসার নাহিদুজ্জামান পাপ্পু আরটিভি নিউজকে বলেন, চেয়ারম্যান সোহেল রানা এক নারীকে নিয়ে তার নিজস্ব ফ্ল্যাটে উঠলেই বিষয়টি আমাদের সন্দেহ হয়। এরপর আমরা তার দরজায় কড়া নারলে তাকে ও এক নারীকে পাওয়া যায়। এ ঘটনায় আমরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওই নারীকে নিয়ে যায়।
তবে চেয়ারম্যান সোহেল রানা আরটিভি নিউজকে জানিয়েছেন, পরিকল্পিতভাবে তাকে ফাঁসানো হয়েছে। তিনি বলেন, ওই নারী তার ছেলের আবাসিক শিক্ষিকা এবং তার এলাকার বাসিন্দা। সে সুবাদে ওই নারী তার জন্ম সনদের কাগজপত্রে ভুল থাকার কারণে সেটি দিতে আসছিলো। আমি যেন সেটি ঠিক করে দিই। কিন্তু আগে থেকে ওত পেতে থাকা থাকা থিম ওমর প্লাজার সিকিউরিটিরা কারও উস্কানিতে আমার অনুমতি ছাড়া রুমে প্রবেশ করে ভিডিও ধারণ করতে থাকে। এছাড়াও বিভিন্নভাবে হয়রানি করেন। এ কারণে নিজেকে নিরাপদ না মনে করায় সেখান থেকে আমি চলে আসি।
পালিয়ে যাওয়ার বিষয়ে প্রশ্ন করলে তিনি আরটিভি নিউজকে আরও বলেন, আমি যদি অপরাধী হয়। তাহলে থিম কর্তৃপক্ষ কেন আমাকে ছাড়লো। আর যেখানে পুলিশ আছে সেখান থেকে আমি পালিয়ে আসি। এ ঘটনায় পুলিশ থানায় ডাকলে অবশ্যই আমি থানায় যাব।
এ বিষয়ে রাজশাহী বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন আরটিভি নিউজকে বলেন, ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য ওই তরুণীকে থানায় নিয়ে আসে পুলিশ সোহেল রানাকেও ডাকা হয়েছে।
এমআই