ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা-বাবা

লালমনিরহাট (স্টাফ রিপোর্টার), আরটিভি নিউজ

সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১ , ১১:৪৩ পিএম


loading/img
মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা-বাবা

লালমনিরহাট শহরে মাদকের টাকা না পেয়ে বাড়ির জিনিসপত্র ভাঙচুর করায় রবি চৌধুরী নামে এক যুবককে পুলিশের হাতে তুলে দিয়েছেন তার মা-বাবা। শহরের রেলওয়ে নিউ কলোনিতে সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। রবি চৌধুরী ওই কলোনির বাবলু মিয়া ও রেজিয়া বেগম দম্পতির ছেলে।

বিজ্ঞাপন

রবির কাছে মাদক পেয়ে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সন্ধ্যায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুবেল রানা এ সাজা দেন।

স্থানীদের বরাত দিয়ে পুলিশ জানায়, অনেক দিন ধরে মাদকাসক্ত অবস্থায় বাড়ি ফিরে জিনিসপত্র ভাঙচুর করেন ২১ বছর বয়সী রবি। মা-বাবা অতিষ্ঠ হয়ে বিকেলে পুলিশ ডেকে মাদকাসক্ত অবস্থায় তাকে ধরিয়ে দেন। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক রুবেল রানা তাকে এক বছরের দণ্ড দিয়ে কারাগারে পাঠান।

বিজ্ঞাপন

লালমনিরহাট সদরের ইউএনও রুবেল রানা আরটিভি নিউজকে জানান, গাঁজা তৈরির সিগারেট ও তিন পুরিয়া গাঁজা পাওয়ায় তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এমআই/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |