১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২১ উপলক্ষে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ১৩ ডিসেম্বর রাত ১১.৪৫ মিনিটে প্রশাসনিক ভবনের সামনে জমায়েত হয়ে কালো ব্যাচ ধারণ করে ১৪ ডিসেম্বর রাত ১২.০১ মিনিটে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ চত্বরে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম মোমবাতি প্রজ্বলন করে দিবসের কর্মসূচি শুরু করেন।
রাত ১২.১০ মিনিটে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে ০১ মিনিট নিরবতা পালন করা হয়।
এসময় কেন্দ্রীয় গ্রন্থাগার, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, বঙ্গবন্ধু পরিষদ, তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতি, চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতি, সাংস্কৃতিক সংগঠন ধ্রুবতারার পক্ষ থেকেও পুস্পস্তবক অর্পণ করা হয়। পুস্পস্তবক অর্পণ শেষে শহীদ বুদ্ধিজীবীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এমআই