ঢাকাশনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু 

শেরপুর (স্টাফ রিপোর্টার), আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১ , ০৩:৩৯ পিএম


loading/img
ফাইল ছবি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাতা গ্রামে ছেলের লাঠির আঘাতে মা জহুরা বেগমের (৪২) মৃত্যু হয়েছে। এলাকাবাসী ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে এ ঘটনাটি ঘটে। নিহত মা ওই গ্রামের সাহের উদ্দিনের স্ত্রী।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে পানিহাতা পূর্বপাড়া গ্রামের সাহের উদ্দিনের বড় ছেলে জহুরুল ইসলাম (২২) ও তার গর্ভধারিণী মা জহুরার পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। 

একপর্যায়ে মা ছেলেকে শাসন করতে চাইলে ছেলে জহুরুল ক্ষিপ্ত হয়ে হাতের কাছে থাকা লাঠি দিয়ে মায়ের মাথায় আঘাত করে। এতে মাথা ফেটে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়। এ সময় কেউ বাড়িতে ছিল না। মাকে মৃত দেখে ছেলে জহুরুল দৌড়ে পালিয়ে যায়। পড়ে ঘটনা জানাজানি হলে স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকাবাসী ঘটনাস্থলে আসেন এবং অভিযুক্ত ছেলেকে হালুয়াঘাট উপজেলার বারালিয়াকোনা গ্রামে তার (জহুরুল) ভগ্নিপতির বাড়ি থেকে ধরে এনে নালিতাবাড়ী থানা পুলিশের কাছে জহুরুলকে সোপর্দ করে।

বিজ্ঞাপন

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল আরটিভি নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

এমআই/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |