মহান বিজয় দিবসের অনুষ্ঠানে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ইউএসইও) মেহের উল্লাহকে চড় মারার অভিযোগ উঠেছে পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহানশাহ্র বিরুদ্ধে। দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
শিক্ষা অফিসার মেহের উল্লাহর অভিযোগ, স্কুলের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর তালিকায় দেরিতে ডাক পাওয়ায় তাকে থাপ্পড় দিয়েছেন পৌর মেয়র শাহানশাহ্।
ঘটনা নিয়ে দেওয়ানগঞ্জের ইউএসইও মেহের উল্লাহ বলেন, সকাল পৌনে ৭টার দিকে দেওয়ানগঞ্জ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের উপস্থাপনা করছিলেন তিনি। উপজেলা প্রশাসন নির্ধারিত তালিকা অনুযায়ী তিনি একে একে সংশ্লিষ্টদের ডাকছিলেন।
মেহের জানান, তালিকার এক নম্বরে ছিল উপজেলা চেয়ারম্যানের নাম। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা আওয়ামী লীগ ও পৌরসভার মেয়রকে ডাকা হয়।
তিনি আরও জানান, মেয়র শাহানশাহ্ ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এসে তাকে (শিক্ষা কর্মকর্তা) জেরা করেন।
‘আমি ৫ নম্বরে কেন? আমি তো ১ নম্বরে যামু’ বলে মেয়র শাহানশাহ্ থাপ্পড় মেরে দ্রুত শহীদ মিনার এলাকা ছাড়েন বলে অভিযোগ করেন শিক্ষা কর্মকর্তা মেহের।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুন্নাহার শেফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কে কত নম্বরে ফুল দেবে, সেটা প্রতি বছরের মতো আগে থেকেই নির্ধারণ করে দেয় উপজেলা পরিষদ ও স্থানীয় প্রশাসন। সে অনুযায়ী ৫ নম্বরে ডাকা হয় পৌরসভার মেয়রকে।
ইউএনও আরও জানান, নাম ডাকার পর পৌর মেয়র যথারীতি ফুল দিয়েছেন। এরপর তিনি থাপ্পড় দিয়ে দ্রুত ঘটনাস্থল ছাড়েন।
তিনি বলেন, এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমার কাছে লিখিত অভিযোগ করেছেন। আমি অভিযোগটি জেলা প্রশাসক (ডিসি) কাছে ফরোয়ার্ড করেছি। তিনি বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে পাঠাবেন।
এমআই/টিআই