রাজধানীর বাড্ডায় কার্গো ট্রাকের ধাক্কায় আবুল হোসেন হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মী ছিলেন।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) আনুমানিক রাত ২টার দিকে মধ্য বাড্ডার হোসেন মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আবুল হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, আবুল হোসেন প্রতিদিনের মতো কাজ শেষে রাতে বাইসাইকেলযোগে টঙ্গীর নিজ বাসায় ফিরছিলেন। পথে একটি কার্গো ট্রাক পেছন দিক থেকে তার বাইসাইকেলকে চাপা দিলে এ ঘটনা ঘটে। তার চার মেয়ে রয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
আরএ/টিআই