ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

পৌর মেয়রের বিরুদ্ধে মামলা

জামালপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১ , ০৪:৪২ পিএম


loading/img
মো. শাহনেওয়াজ শাহানশাহ

জামালপুরের দেওয়ানগঞ্জে মহান বিজয় দিবস, সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মারার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস, সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান পরিচালনা করার জন্য স্থানীয় প্রশাসন দেওয়ানগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মেহের উল্লাহকে উপস্থাপকের দায়িত্ব দেওয়া হয়। উপস্থাপক স্থানীয় প্রশাসনের দেওয়া তালিকা অনুয়ায়ী মাইকে শ্রদ্ধা নিবেদনের ঘোষণা করছিলেন। ওই সময় দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহও শ্রদ্ধা নিবেদন করতে আসেন। কিন্তু দেওয়ানগঞ্জ পৌরসভার নাম ৫ নম্বরে ঘোষণা করার কারণে হঠাৎ মেয়র শাহনেওয়াজ শাহেন শাহ প্রকাশ্যে অনুষ্ঠানের উপস্থাপক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহকে থাপ্পড় মারেন।

এ ঘটনায় অনুষ্ঠানটি কিছুক্ষনের জন্য বন্ধ হয়ে যায়। পরে অন্যজনের সঞ্চালনায় অনুষ্ঠানটি সমাপ্ত করে উপজেলা প্রশাসন।
 
এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মেহের উল্লাহ প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি  লিখিত অভিযোগ করেন। পরে ওই দিন সন্ধ্যায় দণ্ডবিধির ১৮৬-৩৫-৩৫৩-০৬ ধারায় দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।
 
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ আরটিভি নিউজকে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার দেওয়া তালিকা অনুযায়ী অনুষ্ঠান পরিচালনা করা হয়েছে। উপজেলা প্রশাসনের তালিকায় পৌরসভার নামটি ছিল ৫ নম্বরে। পৌরসভার নাম ৫ নম্বরে ঘোষণা করার কারণে মেয়র প্রথমে গালি দিয়েছে। পরে এক পর্যায়ে প্রকাশ্যে মেয়র থাপ্পড় মারেন বলে জানান তিনি।

বিজ্ঞাপন

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবীর আরটিভি নিউজকে সত্যতা নিশ্চিত করেন।আসামিকে ধরার চেষ্টা অব্যাহত আছে। 

এমআই/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |