ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

 ইউনিয়নে নৌকার নির্বাচনী অফিস ভাঙচুর

পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১ , ০৩:২৭ পিএম


loading/img
 ইউনিয়নে নৌকার নির্বাচনী অফিস ভাঙচুর

পাবনার হেমায়েতপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুরুল ইসলাম মধুর তিনটি নির্বাচনী অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
 
গত শুক্রবার ( ১৭ ডিসেম্বর) রাত ১২টার দিকে নির্বাচনী অফিসগুলোতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন নৌকার প্রার্থী মঞ্জুরুল ইসলাম মধু। হামলার জন্য তিনি দলের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন মালিথা ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জামায়াত নেতা জাহাঙ্গীর আলম (আলম হাজীকে) অভিযুক্ত করেছেন।

বিজ্ঞাপন

মঞ্জুরুল ইসলাম মধু আরটিভি নিউজকে বলেন, বর্তমান চেয়ারম্যান আলাউদ্দিন মালিথা নৌকা প্রতীক না পেয়ে দলের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছেন। নীতি নৈতিকতার তোয়াক্কা না করে জামাতের প্রার্থীর সাথে আঁতাত করে আমাকে নির্বাচনে মাঠ থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করছেন। আমার ভোটার ও কর্মীদের ভয়ভীতি দেখাতেই শুক্রবার রাতে অফিস ভাঙচুর করে নৌকা প্রতীক পুড়িয়েছে তারা। একই সঙ্গে গুলি ছুঁড়েও আমার কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। আমি প্রশাসনের নিকট এ ঘটনার বিচার চাই।

বর্তমান চেয়ারম্যান আনারস প্রতীকের বিদ্রোহী প্রার্থী আলাউদ্দিন মালিথা আরটিভি নিউজকে বলেন, অযোগ্য ব্যক্তি দলের মনোনয়ন পাওয়ায় স্থানীয় জনগণের দাবিতে নির্বাচনে প্রার্থী হয়েছি। নির্বাচনে জনসমর্থন না পেয়ে নৌকার প্রার্থী আমাকে জড়িয়ে অসত্য অভিযোগ করছে।

বিজ্ঞাপন

হেমায়েতপুর ফাঁড়ি ইনচার্জ নাজমুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমআই 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |