নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা ২য় দফা সদর হাসপাতাল পরিদর্শন করেন।
রোববার (১৯ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের উন্নয়ন সমন্বয় সভা শেষ করে নড়াইল আধুনিক সদর হাসপাতালের আবারও পরিদর্শন করেন।
জানা গেছে, নড়াইল আধুনিক সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে রোগীদের সঙ্গে কথা বলেন। তাদের খোঁজ খবর নেন। এ সময় টয়েলটগুলোও পরিদর্শন করেন মাশরাফী। পরে নার্সিং সুপারভাইজারের রুমের সামনে আসলে নাজিয়া নামে এক মহিলা ও তার ছেলে এমপির কাছে বিচার চেয়ে বলেন, ‘ভাত চাওয়ায় আমাকে শিশু ওয়ার্ডের আয়া পারভীন নামে এক মহিলা মারছে’। তিনি এমপির কাছে বিচারের দাবি জানান। এ বিষয়ে মাশরাফী ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ বিষয়ে মাশরাফী বিন মোর্ত্তজা বলেন, হাসপাতালগুলোতে বিভিন্ন স্থান থেকে গরীব মানুষ আসে। তাদের খাবার দেওয়া হয় না। চিকিৎসকরা ঠিক মতো অফিস করেন না। আমার রোগীরা খাবার-ওষুধ পায় না। এটি কোন ভাবেই মেনে নেওয়া যায় না।
জিএম