চট্টগ্রামের সদরঘাট থানা এলাকার মাঝিরঘাটের ফকির পাড়ায় খাল খননের কারণে হেলে পড়া ভবন ও মন্দির থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার পর সেগুলোর ঝুঁকিপূর্ণ অংশ ভেঙে ফেলার কাজ শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে ভাঙার কার্যক্রম শুরু করেন তারা।
জানা গেছে, মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরের পর হেলে পড়া ভবনের বাসিন্দারা তাদের পুনর্বাসন এবং ক্ষতিপূরণের দাবিতে মাঝিরঘাট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
এর আগে সোমবার (২০ ডিসেম্বর) রাতে পার্বতী ফকিরপাড়া এলাকার গুলজার খালের পাড়ে দুটি ভবন হেলে পড়ে। এ সময় পাশের একটি মন্দিরও ক্ষতিগ্রস্ত হয়। খাল ঘেঁষে গড়ে ওঠা ভবন দুটির লোকজন রাতে সরে গেলেও সকালে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা গিয়ে আশপাশের কয়েকটি পরিবারকে সরিয়ে দেয়।
সিডিএ’র অথরাইজেশন অফিসার-২ প্রকৌশলী মোহাম্মদ হাসান ঘটনাস্থল পরিদর্শনের পর আরটিভি নিউজকে বলেন, ভবনগুলোর কোনো অনুমোদন নেই। তারা সিডিএ’র প্ল্যান না নিয়ে বাড়ি করেছে। আমরা আজ মঙ্গলবার ভবনের কিছু অংশ ভেঙে দিয়েছি। এতে ঝুঁকি কমবে। পরে মালিকরা নিয়ম অনুযায়ী ভবন আবার নির্মাণ করতে পারবেন।
জিএম/এসকে