ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

নওগাঁয় তীব্র শীতে কাঁপছে মানুষ 

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২২ ডিসেম্বর ২০২১ , ০৮:০২ এএম


loading/img
ছবি: আরটিভি নিউজ

দেশের সীমান্তবর্তী জেলা নওগাঁয় গত তিনদিন ধরে ঘন কুয়াশা ও শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। কনকনে হাড় কাঁপানো শীতের সঙ্গে ঘন কুয়াশাও রয়েছে। এ সময় জেলার সড়ক ও মহাসড়কগুলোতে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।

বিজ্ঞাপন

নওগাঁর বদলগাছীর স্থানীয় আবহাওয়া অফিসের তথ্যমতে, বুধবার (২২ ডিসেম্বর) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন ১২.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

জানা গেছে, ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকা নওগাঁর মানুষ শীতের কারণে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না। আর যারা জীবিকার তাগিদে কনকনে শীতকে উপেক্ষা করে কাজের সন্ধানে বাড়ির বাইরে বের হচ্ছেন তারা পড়েছেন চরম বেকায়দায়।

বিজ্ঞাপন

অন্যদিকে গেলও কয়েকদিন দিন ধরে শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় নওগাঁ ২৫০ শয্যা জেলারেল হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বেশি আক্রান্ত হতে দেখা গেছে শিশু ও বয়স্কদের। 

জিএম/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |