ঢাকাশনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

নৌকা প্রতীকের কর্মীর হাতের কবজি কাটার ঘটনায় আটক ১

পিরোজপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১ , ০২:২৬ পিএম


loading/img
আটককৃত ব্যক্তি

পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর এক কর্মীকে কুপিয়ে তার হাতের কবজি কেটে ফেলার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ভোর রাতে অভিযান চালিয়ে তাকে নিজ এলাকা থেকে আটক করা হয়। এর আগে বুধবার (২২ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

আটককৃত ব্যক্তি ধানিসাফা ইউনিয়নের পাতাকাটা গ্রামের আব্দুর রব হাওলাদারের ছেলে ফরিদ হাওলাদার (৫০)। 

বিজ্ঞাপন

জানা গেছে, বুধবার (২২ ডিসেম্বর) রাতে মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা ইউনিয়নের নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী হারুন তালুকদারের নির্বাচনী সভা শেষে প্রচারণায় নামে তার কর্মী সমর্থকরা। এ সময় ফুলঝুড়ি পাতাকাটা নামক এলাকায় তার কয়েকজন কর্মী-সমর্থক লিফলেট নিয়ে প্রচারণায় গেলে প্রতিপক্ষরা তাদের ওপর হামলা চালায় ও ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। এতে চেয়ারম্যান প্রার্থী হারুন তালুকদারের কর্মী বিপ্লব বেপারীর হাতের কবজি কেটে যায় ও তিনি মারাত্মকভাবে জখম হন। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে এ ঘটনায় একজনকে আটক করে পুলিশ।

মঠবাড়িয়া থানার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম বাদল জানান, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় ফরিদকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

জিএম/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |