ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৈদ্যুতিক শটসার্কিটের আগুন থেকে কাপড়ের গোডাউন, জুতার দোকান, কসমেটিক্সের দোকানসহ ৫ দোকান পুড়ে গেছে।
বিজ্ঞাপন
গতকাল শুক্রবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের নতুন বাজার মহিলা পৌর মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের নতুন বাজার মহিলা পৌর মার্কেটের একটি দোকানে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
বিজ্ঞাপন
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার স্টেশনের ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষতির পরিমাণ পরে বলা যাবে।
এমআই