বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের ছোট ভাইজোড়া গ্রামে শ্যালো মেশিন চালু করতে গিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (১ জানুয়ারি) দুপুরে ওই গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি উপজেলার একই এলাকার বারেক মল্লিকের ছেলে ফজলুল হক মল্লিক (৪০)।
জানা গেছে, ফজলুল প্রবাস জীবন শেষ করে দেশে এসে কৃষিকাজ শুরু করেন। কৃষিকাজের সুবিধার্থে তিনি একটি শ্যালো মেশিন কেনেন। শনিবার (১ জানুয়ারি) জমিতে সেচ দেওয়ার জন্য মেশিনটি চালু করতেই একটি যন্ত্র ছিটকে তার মাথায় লাগে। এ সময় ফজলুল হকের মাথা ফেটে মগজ বেরিয়ে পড়ে। পরে স্থানীয়রা উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাখাওয়াত হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জিএম/এসকে