ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

চাঁদপুর শহর রক্ষা বাঁধে ভাঙ্গন

চাঁদপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০২ জানুয়ারি ২০২২ , ০৪:৪৭ পিএম


loading/img

চাঁদপুরের শহর রক্ষা বাঁধে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে এবং বাঁধের আংশিক তলিয়ে গেছে। রোববার ভোর ৬টায় চাঁদপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের বড় স্টেশন টিলাবাড়ি এলাকায় লঞ্চঘাটের পশ্চিম পাড়ে হঠাৎ করে প্রায় ৫৫ মিটার দৈর্ঘ্য ও ২৫ মিটার প্রস্থ শহর রক্ষা বাঁধ তলিয়ে যায়। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা ।

বিজ্ঞাপন

যদিও ভাঙ্গনরোধে দ্রুতই জিওব্যাগ ও ব্লক ডাম্পিংয়ের কাজ করা হবে বলে জানায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) মো. মামুন হাওলাদার। তিনি আরও জানান,নদী শান্ত থাকায় ঝুঁকির সম্ভাবনা নেই। তলিয়ে যাওয়া অংশ দ্রুত মেরামতের কাজ শুরু করা হবে।

এদিকে বিষয়টি এলাকাবাসীর নজরে আসলে তারা দ্রুত স্থানীয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করে। সরকারি জায়গায় বসবাসকারী স্থানীয় বাসিন্দারা এখন ভাঙন আতঙ্কে রয়েছে।

বিজ্ঞাপন

চাঁদপুর পৌরসভা প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস জানান,ভাঙ্গন রোধে সংশ্লিষ্টদের সঙ্গে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়েছে। যত দ্রুত সম্ভব কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। 

ইতোমধ্যে তলিয়ে যাওয়া অংশ পরিদর্শন করেছেন চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার এবং পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল। 

শহর রক্ষা বাঁধের আশপাশে প্রায় পাঁচ হাজার লোকের বসতি। স্থানীয়রা বাঁধের তলিয়ে যাওয়া অংশ দ্রুত মেরামতের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

এমএন/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |