ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

অতিরিক্ত মদ্যপানে রুয়েট শিক্ষার্থীর মৃত্যু

রাজশাহী সংবাদদাতা, আরটিভি নিউজ

সোমবার, ০৩ জানুয়ারি ২০২২ , ১১:১৬ এএম


loading/img
ফাইল ছবি

অতিরিক্ত মদ্যপান করায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাসরুর মুহিত নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

মৃত মুহিত সিরাজগঞ্জের মুকন্দগাড়ি গ্রামের আবদুল মান্নানের ছেলে। তিনি রুয়েটের ১৭ সিরিজ এমই ডিপার্টমেন্টের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, রাজশাহীর তালাইমারীর বিএসবি ছাত্রাবাসে ওই শিক্ষার্থী মদ্যপান করছিল। হঠাৎ সে অসুস্থ হয়ে পড়লে তাকে অন্যান্য শিক্ষার্থীরা দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক রাত ১টা ১৫ মিনিটে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন আরটিভি নিউজকে বলেন, রুয়েট ওই শিক্ষার্থীর মদ্যপানে মৃত্যু নিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে। তবে আপাতত মতিহার থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।

জিএম/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |