ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

হাতে ভর করে ভোটকেন্দ্রে জসিম 

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৫ জানুয়ারি ২০২২ , ০১:০০ পিএম


loading/img
ছবি: আরটিভি নিউজ

প্রতিবন্ধকতা জয় করে কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করলেন নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের সুবল ডাঙা গ্রামের প্রতিবন্ধী জসিম উদ্দিন। 

বিজ্ঞাপন

বুধবার (৫ জানুয়ারি) সকাল ১০টায় ইউনিয়নের নান্দাশ মাদরাসা কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। ৭০ বছর বয়সী জসিম শীত আর কুয়াশা উপেক্ষা করে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে এসেছেন তিনি। 

ভোট দিতে আসা জসিম উদ্দিন আরটিভি নিউজকে জানান, দুই পা এবং এক হাত বিকল অবস্থায় জন্ম হয়েছিল। সেই থেকে তিনি এলাকার মানুষের কাছে প্রতিবন্ধী জসিম নামে পরিচিত। ভোটার হওয়ার পর থেকে বর্তমান বয়স পর্যন্ত তিনি হাতের ওপর ভর দিয়ে কেন্দ্রে এসে ভোট প্রদান করে থাকেন। বর্তমানে তার পরিবারে স্ত্রী, এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। সরকারি ভাতা আর ছেলে রোজগার থেকে তার সংসার চলে। এই ঘন কুয়াশায় কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে ভীষণ আনন্দিত তিনি।

বিজ্ঞাপন

দেশব‍্যাপী ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৫ম ধাপে আজ বুধবার নওগাঁ জেলার ৩ উপজেলার ২৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জেলার পত্নীতলা উপজেলার ১১টি, পোরশা উপজেলার ৬টি এবং সাপাহার উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন  অনুষ্ঠিত হচ্ছে। 

জিএম/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |