ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

বাসাই‌লে ব্যালট ছিনতাই, ভোটগ্রহণ স্থগিত

টাঙ্গাই‌ল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৫ জানুয়ারি ২০২২ , ০১:৪৯ পিএম


loading/img
ফাইল ছবি

টাঙ্গাই‌লের বাসাই‌ল উপ‌জেলার ফুল‌কি ইউ‌নিয়নের জ‌শিহা‌টি সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয় কে‌ন্দ্রে গুজব ছ‌ড়ি‌য়ে অত‌র্কিত হামলা চা‌লি‌য়ে চেয়ারম্যান প‌দের চার শ’ ব্যালট পেপার ছিনতাই ক‌রে‌ছে নৌকার কর্মী-সমর্থকরা। এ‌ ঘটনায় ওই কে‌ন্দ্রের ভোটগ্রহণ স্থগিত রয়ে‌ছে।

বিজ্ঞাপন

বুধবার (৫ জানুয়া‌রি) বেলা সা‌ড়ে ১১টার দি‌কে ওই কে‌ন্দ্রে এ ঘটনা ঘ‌টে। 

ফুলকি ইউনিয়নের জশিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দা‌য়িত্বপ্রাপ্ত প্রিসাই‌ডিং কর্মকর্তা সা‌জেদুল আলম ব‌লেন, কে‌ন্দ্রের বাই‌রে উ‌ত্তেজনা দে‌খে ভোটগ্রহণ স্থ‌গিত করা হয়। পরে গুজব ছ‌ড়ি‌য়ে নৌকার লোকজন বু‌থে প্রবেশ ক‌রে প্রায় চার শ’ ব্যালট পেপার ছিনতাই ক‌রে নি‌য়ে যায়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, দা‌য়িত্বরত পোলিং ও অন্যান্য কর্মকর্তারা এক‌টি কক্ষে আশ্রয় নেয়। প‌রে কে‌ন্দ্রে র‌্যাব প্রবেশ কর‌লে প‌রি‌বেশ কিছুটা শান্ত হয়। ত‌বে চার‌টি ব্যালট বই‌য়ের ম‌ধ্যে এক‌টির মু‌ড়ি পাওয়া গে‌ছে। ব্যালট পেপার পাওয়া যায়‌নি। ফ‌লে কে‌ন্দ্রে ভোটগ্রহণ স্থ‌গিত রয়ে‌ছে। 

উপ‌জেলা রিটা‌র্নিং কর্মকর্তা ও উপ‌জেলা নির্বাচন অফিসার ম‌নি শংকর রায় ব‌লেন, বুধবার (৫ জানুয়ারি) জ‌শিহা‌টি সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয় কে‌ন্দ্রে ভোটগ্রহণ প্রাথ‌মিকভাবে স্থ‌গিত করা হ‌য়ে‌ছে। ওই কে‌ন্দ্রের ব্যালট পেপার উদ্ধা‌রে প্রশাসন কাজ কর‌ছে।

জিএম/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |