ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

কুয়েট ছাত্রলীগ সাধারণ সম্পাদকসহ চার শিক্ষার্থী চিরতরে বহিষ্কার

খুলনা প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৫ জানুয়ারি ২০২২ , ০৫:২৫ পিএম


loading/img
ড. মো. সেলিম হোসেন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক ড. মো. সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজানসহ চারজনকে চিরতরে বহিষ্কার, সাতজনকে দুই শিক্ষাবর্ষ বহিষ্কারসহ মোট ৪৪ জনকে বিভিন্ন শাস্তি দিয়েছে কুয়েট সিন্ডিকেট। এ ছাড়া রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (৫ জানুয়ারি) কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. কাজী সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

দুপুরে কুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আনিসুর রহমান ভূঁইয়া আরটিভি নিউজকে জানিয়েছেন, চারজনকে চিরতরে কুয়েট থেকে বহিষ্কার, সাতজনকে দুই শিক্ষাবর্ষ বহিষ্কার ও আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার, একজনকে এক শিক্ষাবর্ষ বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি জানান, ২২ জন শিক্ষার্থীকে এক শিক্ষাবর্ষ বহিষ্কার করা হয়েছে। তবে তাদের বহিষ্কার আদেশ আপাতত স্থগিত থাকবে। ভবিষ্যতে তাদের বিরুদ্ধে আবারও শৃঙ্খলা ভঙ্গের কোনো অভিযোগ উঠলে তখন থেকে তা কার্যকর হবে। এ ছাড়া ১০ জন ছাত্রকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। 

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরটিভি নিউজকে জানিয়েছেন, ছাত্রকল্যাণ পরিচালকের অনুমতি ছাড়া ক্যাম্পাসে কোনো ছাত্র সংগঠন মিছিল-সমাবেশ করতে পারবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এমআই/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |