ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

ভবনের ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু 

বরিশাল প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৫ জানুয়ারি ২০২২ , ০৮:৪৪ পিএম


loading/img
ফাইল ছবি

বরিশালে পাঁচ তলা ভবনের ছাদ থেকে পড়ে এক গৃহবধূ নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

শনিবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় নগরীর ফকিরবাড়ি রোডে এ ঘটনা ঘটে। 

নিহত গৃহবধূর নাম সুমাইয়া আক্তার জুই (৩০)। তিনি ওই ভবনের ভাড়াটিয়া জসিম উদ্দিনের স্ত্রী।

বিজ্ঞাপন

কোতোয়ালি মডেল থানার ওসি আজিমুল করিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধনতাবশত পাঁচ তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে যান তিনি। দ্রুত তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

জিএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |