• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর 

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ জানুয়ারি ২০২৫, ১৮:৪০
ফাইল ছবি।

জয়পুরহাটের অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে সুবর্ণা আক্তার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে জয়পুরহাট-আক্কেলপুর সড়কে সদর উপজেলার খেজুরতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ সুবর্ণা আক্তার জয়পুরহাট সদর উপজেলার জামালপুর সমত পাড়া গ্রামে সুজাউল ইসলামের মেয়ে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, গৃহবধূ সুবর্ণা আক্তার নিজ বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোভ্যানে জামালগঞ্জ বাজারে যাচ্ছিলেন। পথে খেজুরতলী এলাকায় পৌঁছালে চাকায় ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হন সুবর্ণা আক্তার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাঁচবিবি সীমান্তে ফাঁকা গুলি ছুড়ল বিএসএফ
শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ লেখায় সড়ক অবরোধ
পাঁচবিবিতে ২ ট্রাক্টরের সংঘর্ষ, নিহত ১
জয়পুরহাটে আলু খেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার