ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

অরক্ষিত অবস্থায় নির্বাচনী অফিসে ব্যালটের বস্তা উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২ , ১১:২০ পিএম


loading/img
নির্বাচনী অফিসে ব্যালটের বস্তা উদ্ধার

সাতক্ষীরার তালায় উপজেলায় অরক্ষিত অবস্থায় নির্বাচনী অফিসে বস্তাবন্দী ব্যালট উদ্ধার হয়েছে। এ সময় ব্যালট বস্তা আদালতে নিতে গেলে উপজেলা নির্বাচন অফিসারসহ আদালতের কর্মকর্তারা জনসাধারণের বাধার সম্মুখীন হয় বলে জানায় স্থানীয়রা। বৃহস্পতিবার ( ২০ জানুয়ারি) সকালে তালা নির্বাচনী কার্যালয়ে সামনে ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয়রা আরটিভি নিউজকে জানিয়েছেন, সকালে উপজেলা নির্বাচনী কার্যালয়ে আদালতের কর্মকর্তারা বস্তাবন্দী ব্যালট আদালতে নিতে আসলে কিছু লোকজন সেখানে বিবাদে জড়িয়ে পড়ে। একপর্যায়ে  নির্বাচনী কার্যালয় এবং আদালতের  কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন তারা। পরবর্তীতে ঘটনাস্থলে উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা প্রশান্ত রায় ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। 

প্রায় ঘণ্টাব্যাপী বাকবিতণ্ডা শেষে অবশেষে পুলিশি নিরাপত্তায় আদালতের কর্মকর্তরা ব্যালটের বস্তা নিয়ে সাতক্ষীরা উদ্দেশ্য রওনা দেয়। তবে ব্যালটের একটি বস্তার মুখ খোলা অবস্তায় ছিল বলে জানান স্থানীয়রা।

বিজ্ঞাপন

সরুলিয়া চেয়ারম্যান প্রার্থী আব্দুর রব পলাশ জানান, গত ২০ সেপ্টেম্বর দেশে ১ম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সরুলিয়া ইউপিতে আমি আনারস প্রতীকের চেয়ারম্যান পদ প্রার্থী ছিলাম। আমার প্রতিপক্ষ  ছিলেন নৌকা প্রতীকের প্রার্থী মতিয়ার রহমানও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আব্দুল হাই। নির্বাচনে আমাকে ষড়যন্ত্রমূলকভাবে ৩৫১ ভোটে পরাজিত দেখানো হয়। বাধ্য  হয়ে আমি সাতক্ষীরা নির্বাচন কমিশন ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা দায়ের করি। 

তালা নির্বাচন অফিসার রাহুল রায় বলেন, সকালে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যালট পেপার পাঠানো হচ্ছিল। এসময়  একটি বস্তার মুখ টানাটানির কারণে খুলে যায়। তবে অবরুদ্ধের ঘটনাটি কৌশলে এড়িয়ে  বলেন, সামান্য একটু ভুল হয়েছে তাছাড়া আর কিছুই না।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত রায় আরটিভি নিউজকে বলেন, সকালে আদালতে ব্যালটের বস্তা পাঠানোর নির্বাচন অফিসে একটি বস্তার মুখ খোলা অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে বস্তাটি আবার সিলগালা করে সেটি আদালতে পাঠনো হয়। এ বিষয়ে আমাদের কোন দায় নেয় এটা সম্পূর্ণ নিবাচন অফিসারের দায়িত্ব। তবে ব্যালটের বস্তা আদালতে নেওয়ায় সময় কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন। 

বিজ্ঞাপন

তবে এ বিষয়ে সরুলিয়ার নির্বাচিত চেয়ারম্যান আব্দুল হাই জানান, আমি জনগণের ভোটের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি ঘটনার সময় মামলার হাজিরা দিতে সাতক্ষীরা আদালতে ছিলাম। 

বিষয়টি নিয়ে তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার আরটিভি নিউজকে জানিয়েছেন, আমি ঘটনা শোনা মাত্র নির্বাচনী কার্যালয়ে গিয়ে দেখি একটি বস্তার মুখ খোলা।  এ বিষয়ে নির্বাচন কর্মকর্তারা কোন উত্তর দিতে পারেনি।

এমআই 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |