ঢাকাশনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

গহিন সুন্দরবনে গাছের ডালে শুয়ে থাকা বৃদ্ধা উদ্ধার

আরটিভি নিউজ  

শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ১২:৩৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

গহিন সুন্দরবনে গাছের ডালে শুয়ে থাকা ষাটোর্ধ্ব এক বৃদ্ধাকে উদ্ধার করেছে দুই জেলে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বাদুজুলি খালের পাশের একটি গাছ থেকে তাকে উদ্ধার করে বাড়ি ফেরেন তারা।

উদ্ধার নারীর নাম শুকুরুন নেছা। তার স্বামীর নাম গফফার। তার একটি ছেলে রয়েছে, নাম রফিকুল। বাড়ি খুলনায়, এ ছাড়া আর কিছুই বলতে পারছেন না। কিছুটা মানুষিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের আলমগীর খাঁ বলেন, নৌকায় দুইজন কাঁকড়া ধরতে গিয়েছিলাম। ফিরে আসার সময় বাদুরঝুলি খালের পাশে একটি গাছের ডালে ওই বৃদ্ধ নারীকে দেখতে পাই। সঙ্গে সঙ্গে সেখান থেকে নামিয়ে নৌকাতে নিয়ে আসি।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান গণমাধ্যমকে বলেন, এমন ঘটনা এখনও আমাদের কেউ জানায়নি। তবে এই বৃদ্ধ নারী বড় বড় নদী পার হয়ে গহীন বনে কীভাবে পোঁছালো, সেটিও বড় প্রশ্ন। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |