ঢাকাশনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

সেই ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান 

সাভার প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২১ জানুয়ারি ২০২২ , ০৯:১২ এএম


loading/img
ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান

সাভারের নামাবাজারে আখ কিংবা খেজুরের রসের পরিবর্তে গরুর চর্বি, গো-খাদ্য নালী, চিনি, আটা, কাপড়ের রঙ দিয়েই তৈরি হচ্ছে গুড়। আর এসব গুড় দিয়েই চলছে আমাদের পিঠা-পুলির উৎসব। সচেতন মহল এসব নিয়ে প্রশ্ন তুললেও অজ্ঞাত কারণেই নীরব থাকছে প্রশাসন। সে সুবিধাতেই বছরের পর বছর চলছে ভেজাল গুড় তৈরির রমরমা কারবার।

বিজ্ঞাপন

এমন শিরোনামে গেল ১৪ জানুয়ারি ২০২২ রোজ শুক্রবার দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি এবং আরটিভি অনলাইন সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি প্রকাশের পর অবশেষে কিছুটা নড়েচড়ে বসেছেন সাভার স্থানীয় প্রশাসন।   

সংবাদ প্রচারের ৬দিন পর গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাভার নামাবাজার এলাকার রুপা এন্টারপ্রাইজের মালিক গৌতম সাহার সেই ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালান উপজেলা প্রশাসন।
 
সাভার উপজেলা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুর রহমান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 

বিজ্ঞাপন

অভিযানের খবর পেয়ে রুপা এন্টারপাইজের ভেজাল গুড় কারখানা মালিক ধুরন্ধর গৌতম সাহা সটকে পড়লেও কারখানার অন্যান্য কর্মচারীদের মাধ্যমে অস্বাস্থ্যকর পরিবেশে গো-খাদ্য নালী, আটা, গরুর চর্বি, আঠা, কাপড়ের রঙ মিশ্রণে গুড় তৈরির প্রমাণ পেয়েছেন সেখানকার সংশ্লিষ্টরা।

কারখানায় এ সময় ৩ জন কর্মচারী উপস্থিতি ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ১ জনকে ৩ মাসের জেল অনাদায়ে ৩০ হাজার টাকা জরিমান করা হয়। তবে এ সময় কারখানাটির ভিতর বিপুল ভেজাল গুড় ও গুড় তৈরির সরঞ্জামসহ কারখানাটি সিলগালা করা হয়।
  
সাভার উপজেলা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুর রহমান আরটিভি নিউজকে জানিয়েছনে, অস্বাস্থ্যকর পরিবেশে গরুর নালী, আটাসহ অস্বাস্থ্যকর উপাদান দিয়ে গুড় তৈরি করা হচ্ছে কারখানাটিতে। কারখানায় উপস্থিত কর্মচারীরা কারখানায় গো-খাদ্য তৈরি করা হচ্ছে এমনটি দাবি করলেও দাবির পক্ষে তারা কোনো ডকুমেন্ট কিংবা কাগজপত্র দেখাতে পারেননি। 

এদিকে প্রশাসনের এমন অভিযানে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। 

বিজ্ঞাপন

এমআই 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |