শিক্ষার্থীদের আন্দোলন ও মানববন্ধনের প্রেক্ষিতে চলমান ও রুটিন হওয়া পরীক্ষাসমূহ ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে স্বাস্থ্যবিধি মেনে অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। এছাড়া আবাসিক হলও খোলা থাকবে।
এর আগে গত শুক্রবার (২১ জানুয়ারি) রাতে জরুরি ভিত্তিতে অনুষ্ঠিত কুবির একাডেমিক কাউন্সিলের ৬৯তম সভা শেষে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণার কথা জানান রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের।
তবে শনিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় সাধারণ শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে সশরীরে পরীক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য আন্দোলন ও মানববন্ধন শুরু করেন।
তারা সেখানে "শিক্ষা জাতির মেরুদন্ড, এখন তা গুরুদন্ড-; এক সেমিস্টারে দুই বছর, চাকরি করবো কোন বছর?; বাণিজ্য মেলা চলে, পরীক্ষা কেনো বন্ধ?; হাটবাজারে মানুষের ঢল, বন্ধ কেনো পরীক্ষার হলসহ বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড নিয়ে উপস্থিত হন। নূর হুসাইনের সঞ্চালনায় মানববন্ধনে বাংলা বিভাগের শিক্ষার্থী আবদুর রহমান, আইন বিভাগের শিক্ষার্থী রাসেল মিয়া বক্তব্য প্রদান করেন।
মানববন্ধন চলাকালেই উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির ও রেজিস্ট্রারের সাথে মুঠোফোনে আন্দোলনকারীদের কথা হয়। এসময় প্রশাসনের পক্ষ থেকে সশরীরে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত জানালে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন শিক্ষার্থীরা।
পরবর্তীতে রেজিস্ট্রার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুসারে সশরীরে পরীক্ষার পাশাপাশি অনলাইনে ক্লাস, সীমিত পরিসরে ৯টা থেকে ২টা পর্যন্ত অফিস,স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম অব্যাহত রাখা, শিক্ষার্থীদের নিজ আবাসস্থলে স্বাস্থ্যবিধি মেনে অবস্থানের নির্দেশনা দেওয়া হয়।
এমআই