কুমিল্লার বুড়িচংয়ে ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এক চেয়ারম্যান প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শনিবার (৬ ফেব্রুয়ারি) রাতে বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাসুদুজ্জামান মাসুদকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ জরিমানা করেন।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিনা ইয়াসমিন আরটিভি নিউজকে জানিয়েছেন, শনিবার রাতে আচরণবিধি লঙ্ঘন করে হাসনাবাদ মমতাজ খানের বাড়িতে গোপন বৈঠকের আয়োজন করে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাসুদুজ্জামান মাসুম।
আচরণবিধি লঙ্ঘন করে বৈঠকের আয়োজন করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রার্থী মাসুদুজ্জামান মাসুমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এমআই/টিআই