ঢাকারোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

খালার বাড়ি বেড়াতে গিয়ে হামলার স্বীকার নবদম্পতি

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৮ ফেব্রুয়ারি ২০২২ , ০৯:৩২ এএম


loading/img
ফাইল ছবি

পঞ্চগড়ে নবদম্পতির ওপর হামলা এবং ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। গত রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে জেলার আটোয়ারি উপজেলার তোড়েয়া ইউনিয়নের দারখোড় ফকিরপাড়া গ্রামের ব্রিজ সংলগ্ন সুরুজ আলী দম্পতির ওপর হামলা হয়। 

বিজ্ঞাপন

হামলায় আহত হয়ে সুরুজ ও তার স্ত্রী বর্তমানে আটোয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।  এই ঘটনার আটোয়ারি থানায় গতকাল সোমবার (৭ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে সুরুজ আলী বাদী হয়ে দুই যুবকের বিরুদ্ধে এজাহার দাখিল করেন।

এজাহার ও স্বজনদের কাছে জানা গেছে, সুরুজ আলী তার স্ত্রীকে নিয়ে রোববার বিকেলে তোড়িয়া ইউনিয়নের দারখোর গ্রামে খালু বদিরুল ইসলামের বাড়িতে যায়। খালুর বাড়িতে খাওয়া দাওয়ার পর ওই গ্রামের একটি ব্রিজে বেড়াতে যায় নবদম্পতি। এ সময় ওই গ্রামের লুৎফর রহমান (২১) ও মো. জুয়েল (২৪) সুরুজ ও তার স্ত্রীকে প্রথমে উত্যক্ত করেন। সুরুজ ও তার স্ত্রীকে নগ্ন ভাষায় গালিগালাজ করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুরুজের স্ত্রীকে টেনে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করলেও সুরুজকে ঘুষি ও গলা চিপে ধরেন তারা। তাৎক্ষনিক ওই নবদম্পতির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে সুরুজ ও তার স্ত্রীকে উদ্ধার আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

বিজ্ঞাপন

তোড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ শাহ আরটিভি নিউজকে জানিয়েছেন, দারখোর ফকিরপাড়া গ্রামের একটি ব্রিজে এক দম্পতি বেড়াতে যায়। পরে সেই গ্রামের দুই যুবক নবদম্পতির পরিচয় জিজ্ঞেস করেন কিন্তু সুরুজ নামে ওই ব্যাক্তি তাৎক্ষণিক রাগান্বিতভাবে উত্তর দেয় । এনিয়ে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তবে এটি একটি সামান্য ঘটনা। বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করা হচ্ছে।

আটোয়ারী থানার ওসি এ কে এম মেহেদি হাসান আরটিভি নিউজকে জানিয়েছেন, এ বিষয়ে সুরুজ আলী বাদী হয়ে এজাহার দায়ের করেছেন। পুলিশ তদন্ত করে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |