ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৯ মার্চ ২০২৫ , ১২:০৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে পৃথক এলাকায় সড়ক দুর্ঘটনায় কমলা রানী (৬০) নামে এক মোটরসাইকেল আরোহী নারী ও জীম মোবাশ্বের (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এদিকে একই সময় আহত হয়েছেন ওই নারীর ছেলেসহ দুজন। 

বিজ্ঞাপন

মঙ্গলবার জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের সাতখামার এগারো মাইল এলাকায় বোদা-ঠাকুরগাঁও মহাসড়কে ট্রাকের চাপায় কমলা রানী আর পঞ্চগড় সদর ইউনিয়নের জগদল বাজার এলাকায় ট্রাকের চাপায় জীম মোবাশ্বের মারা যান। 

নিহত কমলা রানী ঠাকুরগাঁও এর ভুল্লী থানার খলিশাকুড়ি মাস্টাপাড়া এলাকার ছবিলাল বর্মনের স্ত্রী। এ সময় আহত হয়েছেন কমলা রানীর ছেলে বাসুদেব বর্মন (৩৫)। 

বিজ্ঞাপন

এদিকে পঞ্চগড় সদর ইউনিয়নের জগদল বাজার এলাকায় নিহত জীব মোবাশ্বের জগদল সন্ন্যাসী পাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। একই সময় আহত হয়েছেন জেলার বোদা উপজেলার কালিয়াগঞ্জ গ্রামের মো. আলমের ছেলে সোলাইমান (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে মা ছেলে মোটরসাইকেলে করে পঞ্চগড় থেকে বাড়ি ফিরছিলেন। আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের সাতখামার এগারো মাইল এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চাপা পড়ে মারা যায় কমলা রানী। 

জীম ও সোলাইমান রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজন আহত হয়। আহত দুজনকে রংপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার সময় দেবীগঞ্জে জীম মোবাশ্বের মৃত্যুবরণ করেন। অপর আহত ব্যক্তিকে রংপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

বোদা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ চৌধুরী ও তেঁতুলিয়া হাইওয়ে থানার ওসি দেবাশীষ রায় বলেন, এ ঘটনায় ট্রাক দুটিকে জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় সড়ক পরিবহন আইনে নিয়মিত মামলা দায়ের প্রস্তুতি চলছে।

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |