ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ফটিকছড়িতে চাঁদের গাড়ির ধাক্কায় ২ ছাত্রী নিহত

চট্টগ্রাম সংবাদদাতা, আরটিভি নিউজ

বুধবার, ০৯ ফেব্রুয়ারি ২০২২ , ০২:০০ পিএম


loading/img
ফাইল ছবি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় চাঁদের গাড়ির ধাক্কায় দুজন স্কুলছাত্রী নিহত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরের উপজেলার পোলাগাড়ি দীঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। তবে এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মোটরসাইকেল পুড়িয়ে ও গাছের গুড়ি ফেলে রাস্তায় অবস্থান নেয়।

ফটিকছড়ির ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ডলার ত্রিপুরা বলেন, মালবোঝাই  গাড়িটি  পোলাগাড়ি দীঘির পাড় এলাকার ইউ আকৃতির ইউটার্ন অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় দুই স্কুলছাত্রীকে চাপা দিলে ঘটনাস্থলে তারা মারা যান। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |