• ঢাকা শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১
logo

দাওয়াত খেতে যাওয়ার সময় দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ১১ অক্টোবর ২০২৪, ১৭:৫২
দাওয়াত খেতে যাওয়ার সময় দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের
ছবি : সংগৃহীত

স্ত্রীর ভাইসহ রাঙ্গুনিয়া থেকে ফটিকছড়ির এক আত্মীয়ের বাসায় দাওয়াত খেতে যাচ্ছিলেন সৈয়দ মোহাম্মদ তারেকুল ইসলাম (২৮) নামে এক যুবক। কিন্তু পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। বৃহস্পতিবার রাতে ফটিকছড়ির কাটিরহাট এলাকায় মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (১১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন ভূঁইয়া।

তিনি বলেন, নিহত তারেক রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকার সৈয়দ আনোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় মো. সাইফুল ইসলাম নামে আরও এক যুবক আহত হয়ে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, তারেক গেল এক বছর আগে একই উপজেলার বগাবিলি থেকে বিয়ে করেছিলেন। মোটরসাইকেলে করে তার স্ত্রীর ভাই সাইফুলসহ দুজনে ফটিকছড়ি হেয়াকো এলাকায় যাচ্ছিলেন এক আত্মীয়ের বাড়ির দাওয়াত খেতে। যাওয়ার পথে কাটিরহাট এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলের সঙ্গে একটি হাইসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পরে দুজনে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তারেকের মৃত্যু হয়। পরিবারে ২ ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট সন্তান।

তারেক পেশায় ব্যবসায়ী ছিলেন। তার এমন মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে৷

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফটিকছড়িতে ২ ভাইকে কুপিয়ে হত্যা
ফটিকছড়িতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
হালদা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে ফটিকছড়ি
খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু