ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

ভোটকেন্দ্রের পাশে মিলল বিপুল পরিমাণ লাঠি

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি ২০২২ , ১২:২১ পিএম


loading/img
উদ্ধারকৃত লাঠি

নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বর ও চরজুবলী ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। তবে একটি ভোটকেন্দ্র থেকে বিপুল পরিমাণ লাঠি উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে নির্বাচনি সহিংসতার জন্য এসব লাঠি লুকিয়ে রাখা হয়েছিল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ভোট শুরুর প্রায় দেড় ঘণ্টা পর সকাল সাড়ে ৯টার দিকে চরজব্বর ইউপির ৩ ওয়ার্ডের পরিত্যক্ত স্থান থেকে লাঠিগুলো উদ্ধার করা হয়।

জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুই ইউনিয়নের ২৭টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। এখানে চেয়ারম্যান পদে ১৫ জন, ২৪ জন সংরক্ষিত মহিলা মেম্বার ও ৫৩ জন মেম্বার প্রার্থী লড়াই করছেন। দুই ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ৭১ হাজার ৬১৯ জন। এর অর্ধেকের বেশি নারী ভোটার।

বিজ্ঞাপন

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, কড়া নিরাপত্তায় ভোট অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে সহিংসতার জন্য সন্ত্রাসীরা এসব ফেলে যেতে পারে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |