ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

সাফারি পার্কের বন্যপ্রাণী সুপারভাইজারকে বদলি 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি ২০২২ , ১০:২৭ পিএম


loading/img
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১১ জেব্রাসহ ১৩ টি প্রাণী মৃত্যুর ঘটনায় আরও এক কর্মকর্তাকে বদলি করা হয়েছে। অন্যদিকে ৭ জনকে সংযুক্ত করে জনবল বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার  (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় সাফারি পার্কের নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বিজ্ঞাপন

পার্কের কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, পার্কের ওয়াইল্ডলাইফ সুপারভাইজার সারোয়ার হোসেনকে রাজশাহীতে বদলি করা হয়েছে। চলমান প্রাণী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তাকে বদলি করা হয়। এর আগে পার্কের প্রকল্প পরিচালক, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও প্রাণী চিকিৎসককে প্রত্যাহার করা হয়।

তিনি জানান, পার্কে জনবল কম থাকায় যোগদানের পর কর্তৃপক্ষের কাছে বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী পদায়নের আবেদন করেন। এরই ভিত্তিতে কর্তৃপক্ষ জনবল বাড়িয়ে বন কর্মকর্তা ও কর্মচারীসহ ৭ জন জনবল পার্কে পদায়ন করেন। তারা যথাযথ আদেশে যোগদান করবেন। পার্কে বর্তমানে বিভিন্ন পদে ৩২ জন রাজস্বভুক্ত ও ২৮ জন আউটসোর্সিং ভিত্তিতে কর্মরত রয়েছেন। পর্যায়ক্রমে জনবল বাড়ানো অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

চলতি বছরের ২ জানুয়ারী থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত পার্কের ১১টি জেব্রা, একটি বাঘ ও একটি সিংহ মারা যায়। একসঙ্গে অল্প দিনে প্রাণীগুলোর মৃত্যু সকল মহলকে ভাবিয়েছে। এসব বিষয়ে প্রাণি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড ও তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিগুলো তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |