নওগাঁর পত্নীতলা উপজেলা থেকে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারী ছয়জনকে গ্ৰেপ্তার করেছে র্যাব-৫-এর সদস্যরা।
গতকাল শনিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মাহমুদপুর বাজার থেকে তাদের গ্ৰেপ্তার করা হয়। জয়পুরহাট র্যাব-৫ রাত ১০টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
আটককৃতরা হলেন-উপজেলার আজমতপুর গ্ৰামের শ্রী মহন কুমার মোহন্ত (২০), তুহিন সরদার (২৭), ইছাপুর গ্ৰামের আমিনুর ইসলাম (৩৩), ফারুক হোসেন (২৮), মেহেদী হাসান রাজু (২৮), সম্ভুপুর গ্ৰামের মন্টু রাম (২৬)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৫ জয়পুরহাট কোম্পানির অধিনায়ক জাহিদুল ইসলাম ও স্কোয়াড কমান্ডার আমিনুল ইসলামের নেতৃত্বে সন্ধ্যায় মাহমুদ বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় ছয়টি মনিটর, ছয়টি সিপিইউ, চারটি কিবোর্ড, চারটি মাউস, ৯টি হার্ড ডিস্ক ও ১৮টি বিভিন্ন প্রকার ক্যাবল জব্দ করা হয়। সেই সঙ্গে ওই ছয়জনকে আটক করা হয়।
পরে তদের বিরুদ্ধে পত্নীতলা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।