ঢাকাশনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

বারিধারায় একটি ভবনে বিস্ফোরণ, আগুন

আরটিভি নিউজ

রোববার, ২০ ফেব্রুয়ারি ২০২২ , ১২:৪৭ পিএম


loading/img

রাজধানীর বারিধারা আবাসিক এলাকার একটি ভবনের নিচতলায় বিকট শব্দে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই ভবনের নিচতলায় আগুন লাগে যায়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে বারিধারা আবাসিক এলাকার কে ব্লকের ৬ নম্বর রোডের ১৫ নম্বর ভবনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বলেন, সকালে তিন তলা ভবনের নিচতলায় বিস্ফোরণের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে জানা যায় ভবনটির নিচতলায় একটি ফাঁকা ঘরে দীর্ঘদিন জমে থাকা গ্যাস থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

তিনি জানান, এ ঘটনায় দুজন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগেই তাদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। ঘটনাটির বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দেবে ফায়ার সার্ভিস।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |