ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

মহিলা কারাগারে হাজতির মৃত্যু

স্টাফ রিপোর্টার (গাজীপুর), আরটিভি নিউজ

মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২ , ০১:৩৫ পিএম


loading/img
ফাইল ছবি

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে এক নারী হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন, কারাগারের জেল সুপার হালিমা খাতুন। 

বিজ্ঞাপন

মারা যাওয়া হাজতির নাম ফুলজান (৫৮)। তিনি টাঙ্গাইলের ঘাটাইল থানার সোনারদলি এলাকার তারা মিয়ার স্ত্রী। 

জেল সুপার হালিমা খাতুন জানান, ফুলজানের বিরুদ্ধে ৩০২/২০১/১০৯/৩৪ ধারায় আশুলিয়া থানায় ৫৬ (১১) ২১ নম্বর মামলা ছিল। ওই মামলায় তিনি কারাগারে বন্দি ছিলেন। গত ১৫ ফেব্রুয়ারি তিনি কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা যান।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ময়নাতদন্তের পর নারী হাজতির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |