পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় লোকমদ্দিন (৬৮) নামে এক মুয়াজ্জিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৪ মার্চ) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলাধীন সদর ইউনিয়নের রনচন্ডি এলাকা থেকে ওই মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার করে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।
জানা গেছে, মৃত লোকমদ্দিন ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ভুল্লি এলাকার মৃত আলী হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রনচন্ডি বাজার মসজিদের মুয়াজ্জিন ও খাদেম হিসেবে নিযুক্ত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার সকালে মসজিদের পাশে নিজ ঘরে ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন স্থানীয় কয়েকজন মানুষ। এ সময় স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ইউপি সদস্য নুর ইসলামকে খবর দেয়। পরে খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য তেঁতুলিয়া মডেল থানাকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ৷
এদিকে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া ওই মুয়াজ্জিনের মরদেহ উদ্ধারের বিষয়টি আরটিভি নিউজকে নিশ্চিত করে বলেন,এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।