যশোরে ছেলেকে বিয়ে দিতে এসে অতিরিক্ত মদ্যপান করে দিলু বিশ্বাস (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছে। সোমবার (৭ মার্চ) দুপুর ১২টার দিকে যশোর শহরের লালদিঘির পাড় হরিজন পল্লিতে (সুইপার কলোনি) এ ঘটনা ঘটে।
মরদেহ এখন যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। নিহত দিলু বিশ্বাস ফরিদপুর রাজবাড়ির বিবেক আনন্দ পল্লির ভুলু বিশ্বাসের ছেলে।
নিহতের স্বজন মানিক বিশ্বাস আরটিভি নিউজকে জানিয়েছেন, গতকাল রোববার (৬ মার্চ) রাতে যশোর লালদিঘির পাড়ে হরিজন সারজেনের মেয়ে সানজেনার সঙ্গে দিলুর ছেলে হৃদয়ের বিয়ে হয়। হৃদয়ের বাবা ছেলের বিয়ের আনন্দে অতিরিক্ত মদ্যপান করেন। সোমবার (৭ মার্চ) তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে আনলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ডা. আহম্মেদ তারেক শামস বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মদ্যপানে তার মৃত্যু হয়েছে।