ময়মনসিংহের ফুলপুর উপজেলায় যুদ্ধাপরাধ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ মার্চ) দুপুর ১টার দিকে ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা-পয়ারী রোডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের দারুয়ারি গ্রামের প্রয়াত তরিফ উদ্দিন সরকারের ছেলে আব্দুর রশিদ সরকার (৮৫)।
জানা গেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এ পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ছাড়া মামলা সংক্রান্ত আর কোনো তথ্য তাদের কাছে নেই।