• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

প্রকাশ্যে যুবলীগ নেতাকে গলা কেটে খুন

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ মার্চ ২০২২, ১৮:৩৮
প্রকাশ্যে যুবলীগ নেতার গলা কেটে খুন

ঝিনাইদহের পৌর এলাকার খাজুরা গ্রামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে ও গলা কেটে খুন করেছে প্রতিপক্ষরা।

রোববার (১৩ মার্চ) বিকেলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে ওই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন, ওই গ্রামের সালামত মণ্ডলের ছেলে আবন হোসেন (৪২)। তিনি ৮ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি ছিলেন।

নিহতের ভাই হাসিবুল ইসলাম জানান, আজ রোববার দুপুরে ঝিনাইদহ শহর থেকে মোটরসাইকেলেক করে বাড়ি ফিরছিলেন। পথে বটতলার মঙ্গলের মোড় এলাকায় পৌঁছালে আগে থেকে সেখানে থাকা প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে আহত করে। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, কিছুদিন আগে খাজুরা গ্রামে ফারুক হোসেন নামে একজন খুন হন। আবন ওই হত্যা মামলার প্রধান আসামি। ওই ঘটনার জের ধরেই এ হত্যা বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।

তিনি আরও বলেন, মৃতদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে খুন, স্বামী আটক
ধামরাইয়ে শিক্ষার্থী হত্যা, যুবলীগ নেতা গ্রেপ্তার
গাইবান্ধায় বিরোধ নিষ্পত্তি করতে গিয়ে ইউপি সদস্য খুন
৫০০ টাকার জন্য মামাতো ভাইকে খুন