ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

পরিত্যক্ত বাড়ি থেকে কিশোরের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার (গাজীপুর), আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২ , ০৮:৪৪ এএম


loading/img
ফাইল ছবি

গাজীপুর জেলার কালীগঞ্জ পৌরসভায় অজ্ঞাত পরিচয় এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (১৪ মার্চ) দুপুর দেড়টার দিকে পৌরসভার বালীগাঁও গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

বিজ্ঞাপন

স্থানীয়রা জানিয়েছেন, দুপুরের দিকে পরিত্যক্ত ওই বাড়ির বৈদ্যুতিক মিটার স্থানান্তর করতে যায় ইলেকট্রিক মিস্ত্রি। এ সময় দুর্গন্ধ ছড়ানোর উৎস খুঁজতে গিয়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি তিনি বাড়ির মালিককে জানান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, উদ্ধার মরদেহের বয়স আনুমানিক ১২ থেকে ১৩ বছর । কিশোরের পরনে হালকা কফি কালারের প্যান্ট ও গাঢ় সবুজ রঙের হাফ হাতা গেঞ্জি। মরদেহের কপালে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে মরদেহটি দু’দিন আগের। ফলে হালকা দুর্গন্ধ বের হয়েছে। 

বিজ্ঞাপন

এসআই আরও বলেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে আসছে। তারা তদন্ত করে গেলে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। মরদেহের পরিচয় শনাক্ত হলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নাহলে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |