ঢাকারোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

সুন্দরবনে দেখা মিলল একসঙ্গে ৪ বাঘের

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২ , ১২:৩৪ পিএম


loading/img
সুন্দরবনে বাঘ

প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ এক লীলাভূমি সুন্দরবন। শুধু দেশে নয়, বিশ্বের দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম এ ম্যানগ্রোভ বন। সুন্দরবনে ছিটা কটকা খালে গত শনিবার একসঙ্গে চারটি বাঘের দেখা পেয়েছেন পর্যটকরা।

বিজ্ঞাপন

গত শনিবার (১২ মার্চ) এমনটাই ঘটেছে এমএল সুপতি নামের পর্যটকবাহী লঞ্চে সুন্দরবনে ঘুরতে যাওয়া ভ্রমণপিপাসুদের সঙ্গে। একসঙ্গে থাকা চারটি বাঘ দেখে আনন্দে আত্মহারা হয়ে যান লঞ্চে থাকা ৩০ জন পর্যটক। এই প্রথম হয়তো মুক্ত বনে বাঘের দর্শন পেয়েছেন অনেকে।

সুপতি লঞ্চের স্টাফরা জানান, পর্যটকদের ভ্রমণ শেষে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সুন্দরবন থেকে খুলনার উদ্দেশে রওনা হচ্ছিলেন তারা। কচিখালী ও কটকার মাঝামাঝি ছিটে কটকা এলাকায় এলে হঠাৎ নদীর চরে গোল গাছের পাশে বাঘের দেখা মিলে। লঞ্চটি আরও কাছে যেতে দৃশ্যমান হয় চারটি বাঘ। পর্যটকরা দেখে হইচই শুরু করে দেন। বিশেষ করে শিশুরা বেশি আনন্দিত হয়।

বিজ্ঞাপন

ট্যুর অপারেটর সুন্দরবন হলিডেজ’র ট্যুর গাইড শাহ ইলিয়াস বিন আজাদ তাপস বলেন, ১২ মার্চ বিকেলে ছিটা কটকা খাল দিয়ে ঘুরছিলাম। ৫টার পরে ছিটা কটকা খালের পাড়ে বনের পাশে গোলপাতা গাছের মধ্যে প্রথমে একটি বাঘ দেখতে পাই।  লঞ্চ নিয়ে আরও একটু কাছে যাওয়ার চেষ্টা করি। একপর্যায়ে সেখানে চারটি বাঘ দেখতে পাই। আমরা সবাই যে যার মতো ছবি তোলা ও ভিডিও করার চেষ্টা করি। 
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনা কার্যালয়ের মৎস্য বিশেষজ্ঞ মফিজুর রহমান চৌধুরী বলেন, সুন্দরবনের পূর্ব বিভাগের কটকা অভয়ারণ্য এলাকায় স্মার্ট পেট্রোল টিমের টহলের সময় গত ২৪ ফেব্রুয়ারি একসঙ্গে তিনটি বাঘ দেখেছিলাম। তখন প্রায় ২৫ মিনিট ধরে তাদের দেখেছিলাম। এ নিয়ে সুন্দরবনে আমি সরাসরি চারবার বাঘ দেখতে পেলাম।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |