ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

আরটিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর ফ্রিজ উপহার পেল কুবির ছাত্রী হল

কুবি সংবাদদাতা, আরটিভি নিউজ

বুধবার, ১৬ মার্চ ২০২২ , ০৩:২৯ পিএম


loading/img
ছবি: আরটিভি নিউজ

আরটিভিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হলের ফ্রিজ অকেজো হয়ে থাকায় ভোগান্তির সংবাদ প্রকাশ হওয়ার পর নতুন ফ্রিজ উপহার দিয়েছে দেশের শীর্ষস্থানীয় বৈজ্ঞানিক যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠান ইনভেন্ট টেকনোলজিস লিমিটেড। 

বিজ্ঞাপন

বুধবার (১৬মার্চ) কুবি উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের কাছে ফ্রিজ হস্তান্তর করেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ সেলস এন্ড মার্কেটিং সাঈদ আসাদ ইকবাল। এ সময় হলটির প্রভোস্ট সহকারী অধ্যাপক সাদেকুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি সহযোগী অধ্যাপক দুলাল চন্দ্র নন্দী, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মোকাদ্দেস-উল-ইসলামসহ হলটির হাউস টিউটর ও ছাত্রী প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

উপহার পেয়ে হলটির আবাসিক শিক্ষার্থী সুমাইয়া তাবাসসুম বলেন, এই উপহার পাওয়ায় আমরা অনেক খুশি। কি পরিমাণ দুর্ভোগে যে এতদিন ছিলাম তা বলার মতো না। বিশেষ করে সামনে রোজা আসছে, এ সময় এটা স্বস্তির খবর। আমার মনে হয় আমার মত অন্যরাও এটা জেনে অনেক খুশি হবে। খাবার নষ্ট হয়ে যাওয়া বা এই ধরনের সমস্যা থেকে এখন মুক্তি মিলবে। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। 

বিজ্ঞাপন

এ বিষয়ে ইনভেন্ট টেকনোলজিস লিমিটেডের এক্সিকিউটিভ সেলস এন্ড মার্কেটিং সাঈদ আসাদ ইকবাল বলেন, ছাত্রী হলের ফ্রিজ দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে থাকার সংবাদটা আরটিভি অনলাইনে দেখার পর, আমাদের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রেজাউল হালিম স্বতঃপ্রণোদিত হয়ে আমাকে উপহার দেওয়ার ব্যবস্থা নিতে বলেন। কারণ বিশ্ববিদ্যালয়ের সাধারণ ক্রয়-প্রক্রিয়া বাস্তবায়নে বিলম্ব হতে পারে। তারই প্রেক্ষিতে আজ বুধবার আমরা বিশ্ববিদ্যালয়ে ফ্রিজ হস্তান্তর করেছি। আশা করছি এর মাধ্যমে শিক্ষার্থীদের কষ্ট লাঘব হবে।

হলটির প্রভোস্ট সহকারী অধ্যাপক সাদেকুজ্জামান বলেন, অনেক দিন ধরেই ফ্রিজ নষ্ট হয়ে ছিল। মেরামত করেও চালানো যাচ্ছিলো না। প্রশাসনকে জানানোর পর সমাধানের আশ্বাস পেয়েছিলাম। তবে এর ভেতর এই উপহার পাওয়ায় এখন ছাত্রীদের সমস্যার সমাধান হয়ে গেল। ইনভেন্ট টেকনোলজিসের কর্মকর্তা  সাইদ ইকবাল আমাদের বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন শিক্ষার্থী। আমি প্রতিষ্ঠানটির এই উদ্যোগকে সাধুবাদ জানাই।

প্রসঙ্গত, গত ১২ মার্চ আরটিভি অনলাইনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলের ফ্রিজ দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে থাকায় আবাসিক শিক্ষার্থীরা দৈনিক ৫ টাকা ও মাসিক ১০০ টাকা ভাড়া দিয়ে আশপাশের দোকানে মাছ-মাংস রাখতে বাধ্য হওয়ার সংবাদ প্রকাশিত হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |