ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

কয়েলের আগুনে পুড়ল বিধবার স্বপ্ন

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৫ মার্চ ২০২২ , ০৫:৫০ পিএম


loading/img
ছবি: প্রতিনিধি

গত ছয় মাস আগে বিলকিস খাতুনের স্বামী আবু তাহের মারা যান। দুই ছেলেকে নিয়ে অভাবের সংসার সচল করতে ঋণ নিয়ে দুটি গরু কিনেছিলেন তিনি। কিন্তু কয়েলের আগুনে গোয়াল ঘরসহ গরু দুটি পুড়ে ছাই হয়ে গেছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ মার্চ) গভীর রাতে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

বিলকিস খাতুন জানান, স্বামী মারা যাওয়ার পর চুলের কারখানায় কাজ করে কোনোমতে সংসার চালাচ্ছি। বাড়তি আয়ের আশায় বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে দুটি গরু কিনেছিলাম। প্রতি রাতের মতো বৃহস্পতিবার রাতেও গোয়াল ঘরে মশার কয়েল জ্বালিয়ে দেই। কিন্তু গভীর রাতে ওই কয়েলের আগুনে আমার শেষ সম্বল দুটি গরু পুড়ে ছাই হয়ে গেছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, আগামী কোরবানি ঈদে গরু দুটি বিক্রি করার কথা ছিল। এখন সব শেষ। আমি কীভাবে এখন ঋণের টাকা পরিশোধ করব।

এ বিষয়ে দামুড়হুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হজরত আলী জানান, ব্যক্তিগতভাবে বিলকিস খাতুনকে নগদ অর্থ সহায়তা করেছি। পরবর্তীতে ইউনিয়ন পরিষদ থেকে তাকে সার্বিক সহযোগিতা করা হবে। এ ছাড়া উপজেলা পরিষদকে বিষয়টি অবহিত করে সেখান থেকেও সহযোগিতার জন্য অনুরোধ করা হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |