• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

  ৩১ মার্চ ২০২২, ২০:০৯
গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
ফাইল ছবি

কুমিল্লার কোটবাড়ীতে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ীর বিশ্বরোড এলাকায় বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে এই দুর্ঘটনা হয়।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর আরটিভি নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি আরটিভি নিউজকে জানিয়েছেন, মোটরসাইকেলটি চালাচ্ছিলেন নাছির উদ্দিন, আরোহী ছিলেন তার স্ত্রী শরিফা আক্তার। তারা পদুয়ার বাজার থেকে নিজবাড়ি দাউদকান্দির দিকে যাচ্ছিলেন। ওই এলাকায় পেছন থেকে দ্রুতগতির একটি গাড়ি তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে।

ওসি আরও জানান, কী ধরনের গাড়ি তাদের ধাক্কা দিয়েছে তা প্রত্যক্ষদর্শীরা নিশ্চিতভাবে বলতে পারেনি। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বান্দরবানে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
কুমিল্লার মহিষমারা উচ্চবিদ্যালয়ের রজতজয়ন্তী উৎসব
কুমিল্লা মহানগর আ.লীগ নেতা কবিরুল গ্রেপ্তার
নাশতা করে বাড়ি ফিরছিলেন ৩ মোটরসাইকেল আরোহী, চাপা দিলো বাস