ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ , ০৩:৪৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক কাভার্ডভ্যানের সংঘর্ষে দুজন নিহত এবং দুজন আহত হয়েছেন। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার পুটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকাগামী ল্যানে চাউলবোঝাই ট্রাক ও কাভার্ডভ্যানের এ সংঘর্ষ হয়। 

নিহতরা হলেন—কাভার্ডভ্যানের চালক টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার দুদু মিয়ার ছেলে বেলাল হোসেন (৩০) অপরজন ট্রাকের হেলপার নোয়াখালীর সেনবাগ উপজেলার মোস্তফার ছেলে ইয়াকুব (৩৫)।  

বিজ্ঞাপন

লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে। আহতদেরকে গৌরীপুর হাসপাতাল চিকিৎসা দেওয়া হয়েছে। 

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি দেওয়ান কাওসিক আহাম্মেদ ও এস আই মনিরুল ইসলাম চৌধুরী জানান, বৃহস্পতিবার ভোরে মহাসড়কের পুটিয়া নামক স্থানে চাউলবোঝাই ট্রাক ও প্লাস্টিকের ড্রামবোঝাই কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে কাভার্ডভ্যানের চালক ও ট্রাকের হেলপার নিহত হয় এবং আরও দুজন আহত হয়। 

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |