ঢাকামঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

হালদা নদী থেকে ৩ হাজার মিটার জাল জব্দ

চট্টগ্রাম সংবাদদাতা, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২ , ১১:৫৫ পিএম


loading/img
হালদা নদী

বঙ্গবন্ধু হেরিটেজ প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩১ মার্চ) ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট থেকে গুমানমর্দ্দন ইউনিয়ন এলাকার হালদার অংশে এ অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে মা শিকারের ৩ হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়। 

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম আরটিভি নিউজকে বলেন, হালদা নদীর মা-মাছ রক্ষায় বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। অভিযানে ৩ হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালতের অভিযানে আইডিএফ, গ্রাম পুলিশ ও সেচ্ছাসেবীরা সহযোগিতা করেন। নদীর মা-মাছ ও জীব-বৈচিত্র রক্ষা অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |