নড়াইলে মাদক মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল ১০টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, বদিয়ার রহমান ও মিলন পোদ্দার।
বিজ্ঞাপন
রাষ্ট্রপক্ষের আইনজীবী ইমদাদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আজ মঙ্গলবার সকালে আদালত দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।