ঢাকাশনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

কালবৈশাখী ঝড়ে ২ শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১১ এপ্রিল ২০২২ , ১২:০৮ পিএম


loading/img
ছবি: আরটিভি নিউজ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে প্রায় দুই শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। 

বিজ্ঞাপন

সোমবার (১১ এপ্রিল) সকালে ওই ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় কেউ হতাহত হয়নি। 

ভলাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল মিয়া জানান, আজ সোমবার সকালে কঠুই, খাগালিয়া, ভলাকুট ও বালিখোলাসহ বেশ কয়েকটি গ্রামের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এ সময় প্রায় দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। তবে ভলাকুট ইউনিয়ন পরিষদের অস্থায়ী ভবনটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

নাসিরনগর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান খান শাওন বলেন, আজ সোমবার সকালে কালবৈশাখী ঝড়ে ভলাকুটের গ্রামগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ঝড়ের সময় শিলাবৃষ্টির কারণে পূর্বভাগ ইউনিয়নে ফসলের ক্ষতি হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |